ফিনিশ প্রেসিডেন্টের চীন সফর নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন
2024-10-26 18:31:06

অক্টোবর ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ফিনিশ প্রেসিডেন্ট স্টাবের চীন সফরের সময়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার সঙ্গে বৈঠক করবেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গভীরভাবে মতবিনিময় করবেন।

মুখপাত্র বলেন, ফিনল্যান্ড হলো নতুন চীনকে স্বীকৃতি দেওয়া প্রথম পশ্চিমা দেশের একটি। বর্তমানে, চীন-ফিনল্যান্ড সম্পর্ক ভালভাবে বিকাশ লাভ করছে। প্রেসিডেন্ট স্টাবের বেইজিং সফরের সময় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৪তম বার্ষিকী। চীন ফিনল্যান্ডের সঙ্গে উচ্চ-স্তরের বিনিময় বজায় রাখতে, ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখতে, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং সবুজ রূপান্তরের মতো খাতে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করতে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে এবং নতুন উন্নয়ন অর্জনের জন্য চীন-ফিনল্যান্ড সম্পর্ক এগিয়ে নিতে চায়।

(জিনিয়া/তৌহিদ/ফেই)