চীনের ভাইস-প্রিমিয়ারের সঙ্গে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের বৈঠক
2024-10-26 17:53:14

অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক : সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ব্যবস্থাপনা স্কুলের উপদেষ্টা বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস-প্রিমিয়ার তিং সুয়েসিয়াং। এসময় উপদেষ্টাদের চীনের অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্রিয়ভাবে পরামর্শ প্রদান এবং সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার বেইজিংয়ের অনুষ্ঠিত এক বৈঠকে এই আহ্বান জানান ভাইস প্রিমিয়ার।

ভাইস প্রিমিয়ার বলেন, চীন সবসময় অর্থনৈতিক বৈশ্বিকীকরণকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং বিশ্বের জন্য দরজা সব সময় উন্মুক্ত করে রাখতে আগ্রহী।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ব্যবস্থাপনা স্কুলের উপদেষ্টা বোর্ড ২০০০ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়। এই বোর্ডটি বিশ্বব্যাপী ব্যবসায়ী নির্বাহীদের, ব্যবসা স্কুলের ডিন এবং খ্যাতনামা গবেষকদের নিয়ে গঠন করা হয়েছে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া