ড. এস এম মিনহাজের সাক্ষাৎকার
2024-10-25 16:38:45


 

আজকের উর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন ড. এস এম মিনহাজ। বর্তমানে তিনি চীনের হুপেই প্রদেশের উহানে 'উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে' ফ্যাশন ডিজাইন বিভাগে বিদেশী গবেষক এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের কার্যনির্বাহক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি চীনে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন 'বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন'-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালে উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে আসেন এবং 'শ্রেষ্ঠ  শিক্ষার্থী' হিসেবে ২০১৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০২১ সালে চীনের চিয়াংনান ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থী থাকা অবস্থায় বিভিন্ন ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে ‘জেমস ফ্যাবরিক’ ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতায় ‘বেস্ট মেনস ওয়্যার ডিজাইন অ্যাওয়ারড’, ২০১৮ সালে ‘CUORI কাপ’ ডিজাইন প্রতিযোগিতায় ‘বেস্ট ডিজাইনার অ্যাওয়ারড’ পান। পাশাপাশি তিনি ফ্যাশন ডিজাইন পরামর্শক হিসেবে ধারাবাহিকভাবে ২০২৩ ও ২০২৪ সালে সাংহাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতা থেকে 'শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার' অর্জন করেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।