পানামায় ল্যাটিন আমেরিকান কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ সম্মেলন ২০২৪ শুরু
2024-10-25 17:16:40

অক্টোবর ২৫: দু’দিনব্যাপী ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান অঞ্চলের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ সম্মেলন ২০২৪ গতকাল (বৃহস্পতিবার) পানামার রাজধানী পানামা সিটিতে শুরু হয়েছে। ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান অঞ্চলের ১৩টি দেশের কনফুসিয়াস ক্লাসরুমের প্রধানরা যৌথভাবে বিদেশি ভাষা শিক্ষা নীতি, স্থানীয় চীনা শিক্ষক প্রশিক্ষণ, কনফুসিয়াস ইনস্টিটিউটের বৈশিষ্ট্যময় উন্নয়ন ও ব্র্যান্ড বিল্ডিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পানামায় চীনের রাষ্ট্রদূত সিয়ু শুয়েই ইউয়ান বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট ভাষা বিনিময় ভিত্তি করে, চীনা সংস্কৃতি বিস্তার এবং দেশ ও মানুষের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধিকে কেন্দ্র করে কাজ করে, এক একটি সভ্যতা আদান-প্রদানের সেতু নির্মাণ করেছে।

আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান চাও নিং শান বলেন, ২০২৩ সালে এই অঞ্চলের কনফুসিয়াস ইনস্টিটিউট ও ক্লাসরুম মোট ৫৫ হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ দিয়েছে, যা বিশ্বে কনফুসিয়াস ইনস্টিটিউট উন্নয়নের সবচেয়ে ভালো একটি অঞ্চল। ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান অঞ্চলে কনফুসিয়াস ইনস্টিটিউটের দ্রুত উন্নয়ন চীন ও ল্যাটিন আমেরিকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ এবং রাজনৈতিক সম্পর্ক থেকে উপকৃত হয়েছে।

পানামা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট হোসে এমিলিও মোরেনো উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পানামা চীনের সঙ্গে আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদান ও সভ্যতাগত সংলাপের প্রক্রিয়ায় প্রাণশক্তি যোগাতে চায়; ভাষা, সংস্কৃতির ক্ষেত্রে পরস্পরকে সম্মান করা এবং দীর্ঘমেয়াদী শান্তি ও সুন্দর ভবিষ্যত গড়ে তোলার শক্তিশালী হাতিয়ার করতে চায়।

(তুহিনা/হাশিম/তুহিনা)