অক্টোবর ২৫: আন্তর্জাতিক স্কুল-ক্রীড়া ফেডারেশন- আইএসএফের সহ-উদ্যোগে ২০২৪ সালের বিশ্ব মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালীন গেমস গতকাল (বৃহস্পতিবার)বাহরাইনে শুরু হয়েছে। এতে বিশ্বের প্রায় ৭০টি দেশ এবং অঞ্চলের ৫ হাজার ৩০০ জনেরও বেশি ক্রীড়াবিদ এবং কোচ অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে, চীনা প্রতিনিধি দলের পতাকাবাহীরা ছিলেন টেবিল টেনিস দলের পুরুষ ক্রীড়াবিদ লি থিয়েন ইয়াং এবং তায়কোয়ান্দো দলের মহিলা ক্রীড়াবিদ লি ইউ ছি। চীনের প্রতিনিধি দল ২২টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল এবং পৌরসভা থেকে মোট ১০৩ জন ক্রীড়াবিদকে এই গেমসে অংশ নিতে পাঠিয়েছে, যার মধ্যে ৫৫ জন মহিলা ক্রীড়াবিদ এবং ৪৮ জন পুরুষ ক্রীড়াবিদ। তারা ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সাঁতার, বিচ ভলিবল, টেনিস, তায়কোয়ান্দো, দাবাসহ ১৭টি বড় ইভেন্ট এবং ১২৪টি ছোট প্রতিযোগিতায় অংশ নেবেন।
পরিকল্পনা অনুযায়ী, এই ইভেন্টটি ৭দিন ধরে চলবে এবং ৩০ অক্টোবর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানৱহবে।
(লিলি/হাশিম/তুহিনা)