অক্টোবর ২৫: সুদানের সশস্ত্র বাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্স গতকাল (বৃহস্পতিবার) দেশটির রাজধানী খার্তুম ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি ফ্রন্টে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়। এ সময় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়।
খার্তুমের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার র্যাপিড সাপোর্ট ফোর্স পশ্চিমাঞ্চলীয় অন্ডুরমন শহরের বেশ কয়েকটি আবাসিক এলাকার ওপর হামলা চালায়। এতে ৪ জন নিহত ও কমপক্ষে ২৭ জন আহত হয়।
এ ছাড়া, বেসামরিক সংস্থা “সুদান ডক্টরস নেটওয়ার্ক”এক বিবৃতিতে জানায়, এদিন মধ্যাঞ্চলীয় আল জাজিরা রাজ্যের মাকনুন গ্রামে হামলা হলে ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। (প্রেমা/আলিম/ছাই)