ফসল তোলার বর্ণাঢ্য উৎসব
2024-10-25 15:50:44

অক্টোবর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনে এখনও দেরিতে ওঠা ধানের ফসল সংগ্রহের মৌসুম চলছে। কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষেত থেকে দেরিতে জন্মানো ধান সংগ্রহ করা হচ্ছে। এই উপলক্ষে কুয়াংসি চুয়াংয়ের থিয়ানত্যং কাউন্টিতে সম্প্রতি অনুষ্ঠিত হয় ফসল তোলার উৎসব।

এই উৎসবে গ্রামবাসীরা নানা রকম লোকজ রীতি রেওয়াজ প্রদর্শন করেন। ঐতিহ্যবাহী পোশাক পরে লোকজ শিল্পীরা নৃত্যগীত প্রদর্শন করেন। ফসল তোলার বিভিন্ন রকম আচার অনুষ্ঠান রয়েছে। লোকজ ক্রীড়া এবং শোভাযাত্রার আয়োজনও ছিল উৎসবে।

ফসল তোলার এই উৎসব দেখতে স্থানীয় পর্যটকরা ভিড় জমান।

শান্তা/ফয়সল