অক্টোবর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: ওয়ান-টাইম বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা জোরদার করেছে দক্ষিণ চীনের হাইনান প্রদেশ, যা কিনা পরিবেশ রক্ষায় প্রদেশটির দেওয়া প্রতিশ্রুতির জোরাল প্রতিফলনই ইঙ্গিত করে।
সম্প্রতি পরিবেশগত সংরক্ষণের জন্য ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে প্রাদেশিক সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যগুলোর উৎপাদন, বিক্রয় ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
এ সিদ্ধান্তের আলোকে শুধু প্লাস্টিক নিষিদ্ধই নয়, বরং মাটির সঙ্গে সহজে মিশে যায় এমন বিকল্পগুলোর ওপরও জোর দেওয়া হচ্ছে হাইনানে।
প্রদেশটির পরিবেশ ও প্রতিবেশ বিভাগের মতে, বায়োডিগ্রেডেবল বিকল্প উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে হাইনান। এখন এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ১ লাখ ৩৩ হাজার টন। বিকল্প পণ্যগুলো এখন স্থানীয় বাজারেও বেশ ভালোমতো চলছে।
বিশেষজ্ঞরা জানালেন, পাঁচ বছর আগে হাইনানের প্লাস্টিক নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকেই ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। সম্প্রতি একক-ব্যবহারের প্লাস্টিক পণ্যগুলোর জন্য বাড়তি ফি প্রবর্তনের কারণে বাসিন্দাদের মধ্যে পুনঃব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহারও বেড়েছে।
বায়োডিগ্রেডেবল পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০টি স্থানীয় উদ্যোগকে রূপান্তর করেছে হাইনান। প্রতিষ্ঠানগুলো এখন সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল পণ্য তৈরি করছে। সরকারি তথ্যে দেখা গেছে, পরিবেশের সঙ্গে মিশে যায় এমন ৪৭ হাজার টন ফিল্ম ব্যাগ, ৮৬ হাজার টন খাবারের পাত্র এবং ৩৫ হাজার টন ভিন্ন উপকরণের উৎপাদন সক্ষমতা অর্জন করেছে হাইনান।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি