গুয়াতেমালা সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আশা চীনা মুখপাত্রের
2024-10-25 20:19:23

অক্টোবর ২৫: গুয়াতেমালার আরও বেশি সংখ্যক অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষ উপলব্ধি করছে যে, চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন দেশটির এবং জনগণের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। আশা করি যে, গুয়াতেমালা সরকার সাধারণ প্রবণতাকে স্বীকৃতি দেবে, জনমত মেনে চলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সঠিক সিদ্ধান্ত নেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

খবরে বলা হয়েছে, তাইওয়ানের পররাষ্ট্র বিষয়ক বিভাগের প্রধান লিন চিয়া লং গুয়াতেমালা সফর করছেন এবং গুয়াতেমালার প্রেসিডেন্ট আরেভালো তার সঙ্গে দেখা করবেন। এই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময়, লিন চিয়ান জোর দিয়ে বলেছেন যে, বিশ্বে একমাত্র চীন রয়েছে, তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারই একমাত্র আইনী সরকার যা সমস্ত চীনের প্রতিনিধিত্ব করে। বিশ্বজুড়ে ১৮৩টি দেশ চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তা সম্পূর্ণরূপে প্রমাণ করে যে রাজনৈতিক কারসাজিতে এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ চাওয়ার জন্য তাইওয়ান কর্তৃপক্ষের ‘কূটনৈতিক দেশ’ ব্যবহার করা নিরর্থক, যা এক-চীন নীতি পরিবর্তন করতে পারে না এবং চীনের অনিবার্য একীকরণের ঐতিহাসিক ধারাকে থামাতে পারে না।

 (স্বর্ণা/হাশিম/লিলি)