অক্টোবর ২৫: চীনের উপ-কৃষিমন্ত্রী চাং শিং ওয়াং বলেছেন, চলতি বছর গ্রীষ্মকালীন শস্যের বাম্পার ফলন হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত শরৎকালীন শস্য সংগ্রহের অগ্রগতি ৮২.৫ শতাংশ। চীনের শস্য উত্পাদন টানা ৯ বছর ধরে ৬৫০ মিলিয়ন টনেরও বেশি, চলতি বছরের মোট শস্য উত্পাদন পরিমাণ ৭০০ মিলিয়ন টন ছাড়িয়ে যাবে আশা করা হচ্ছে। চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চাং শিং ওয়াং বলেন, চলতি বছর চীনের শস্য উত্পাদন সামগ্রিকভাবে মসৃণভাবে চলেছে। যদিও কিছু জায়গায় গুরুতর আবহাওয়াগত বিপর্যয় ঘটে কৃষি উত্পাদনে কিছু ক্ষতিগ্রস্ত করেছে, তবুও জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখে চলতি বছরের কৃষি বিপর্যয় তুলনামূলকভাবে কম।
চলতি বছর চীনের গ্রীষ্মকালীন শস্য উত্পাদন পরিমাণ প্রায় ১৫০ মিলিয়ন টন, যা আগের বছরের চেয়ে ৩৬ মিলিয়ন টন বৃদ্ধি পায়। কিছু প্রদেশ ও অঞ্চল দুর্যোগের কারণ উত্পাদন পরিমাণ কমে গেছে। এ ছাড়া সামগ্রিকভাবে শরত্কালীন শস্যের প্রচুর ফলন হবে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)