জিম্বাবুয়ের ‘নিষেধাজ্ঞা বিরোধী দিবসে’র পঞ্চম বার্ষিকী পালনকে চীন সমর্থন করে: চীনা মুখপাত্র
2024-10-25 18:57:28

অক্টোবর ২৫: দক্ষিণ আফ্রিকান উন্নয়ন সম্প্রদায় বা এসএডিসি নির্ধারিত ‘নিষেধাজ্ঞার বিরোধী দিবসে’র পঞ্চম বার্ষিকী স্মরণে আজ (শুক্রবার) জিম্বাবুয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। একইদিন বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এর প্রতি চীন সমর্থনের কথা জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ২০ বছরেরও বেশি সময় ধরে জিম্বাবুয়ের উপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, যা জিম্বাবুয়ের জাতীয় সার্বভৌমত্বকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে, জিম্বাবুয়ের জনগণের উন্নয়নের অধিকারকে ক্ষুণ্ন করেছে, দক্ষিণ আফ্রিকা অঞ্চলের সহযোগিতা গভীর করার ও অভিন্ন উন্নয়ন অর্জনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারকে ক্ষুণ্ন করেছে, এটি আধিপত্যের একটি আচরণ বলে মুখপাত্র উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘চীন সবসময় বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করার জন্য এবং স্বাধীন উন্নয়নের পথ অনুসরণ করার জন্য জিম্বাবুয়েকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। আমরা আবারও কিছু দেশ ও সংস্থাকে জিম্বাবুয়ের ওপর থেকে যত তাড়াতাড়ি সম্ভব অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এবং জিম্বাবুয়ের উন্নয়নে সাহায্য করার জন্য দায়িত্বশীল ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। জিম্বাবুয়ের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অর্জনে সহায়তা করতে আফ্রিকার দেশগুলোর সাথে কাজ করতে ইচ্ছুক চীন।

(লিলি/হাশিম/তুহিনা)