অক্টোবর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: থাইল্যান্ডে ক্রমশ বদলে যাচ্ছে অর্থ লেনদেনের ব্যবস্থা। আর এ পরিবর্তনে বড় প্রভাবক হিসেবে কাজ করছে চীনের আধুনিক মোবাইল পেমেন্ট সিস্টেম। যে সিস্টেমের হাত ধরে থাইল্যান্ডজুড়ে এখন নগদবিহীন অর্থ লেনদেন হয়েছে আরও সহজ। সেই সঙ্গে সমগ্র আসিয়ানই এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল মোবাইল ওয়ালেট বাজারে পরিণত হয়েছে। সম্প্রতি থাইল্যান্ডের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মন্তব্যে জানা গেল এ খবর।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থাইল্যান্ডে অর্থ লেনদেনে বিপ্লব ঘটিয়েছে কিউআর কোড। এখন এখানে বলতে গেলে ভারী ও ঝুঁকিপূর্ণ মুদ্রা বা নোটের ব্যবহার নেই বললেই চলে।
দেশটির ডিজিটাল পেমেন্টের এমন সম্প্রসারণের কেন্দ্রবিন্দুতে রয়েছে চাইনিজ মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম, যার কারণে পর্যটকরাও সহজে পেমেন্ট করতে পারছেন। এতে করে থাইল্যান্ড হয়ে উঠেছে একটি নিরবচ্ছিন্ন ডিজিটাল অর্থনীতির দেশ।
থাই চেম্বার অফ কমার্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনমিক্সের ডিন আনুসোর্ন তামাজাই জানালেন, ‘থাইল্যান্ড এবং চীনের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিশাল আন্তর্জাতিক বাণিজ্যও রয়েছে। চীনের মতো থাই জনগণও গণহারে ডিজিটাল রূপান্তর গ্রহণ করছে।
এখানকার ব্যাংকগুলো এখন তাদের সিস্টেমকে এ ব্যবস্থায় সংযুক্ত করেছে। বাসিন্দারা কোনো ফি ছাড়াই আন্তঃসীমান্ত লেনদেনে ব্যবহার করছে কিউআর কোড।
দেশটির কাসিকর্নব্যাংক তার গ্রাহকদের সুবিধা দিতে চীনের ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্বে অনেক অগ্রগতিও অর্জন করছে। আবার চীনের উইচ্যাট পে গ্রহণ করার পরও প্রচুর ব্যবসায়ী গ্রাহক পেয়েছে বলে জানালেন ব্যাংকটির প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক পিপাটপং পোশ্যানোন্ডা।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি