অক্টোবর ২৫: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্খোঁর উদ্যোগে, গতকাল (বৃহস্পতিবার) প্যারিসে, "লেবাননের জনগণ ও সার্বভৌমত্বকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্মেলন" আয়োজিত হয়।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্মেলনটি জাতিসংঘ কর্তৃক সমর্থিত ছিল। ৭০টি আমন্ত্রিত দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা লেবাননের জন্য ১০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেন, যার মধ্যে ৮০ কোটি মার্কিন ডলার ছিল মানবিক সহায়তা। লেবাননের সেনাবাহিনীকে সমর্থন করার জন্য ২০ কোটি মার্কিন ডলার ব্যবহার করা হবে।
সম্মেলনে মাক্খোঁ আবারও লেবাননের সংঘাতে জড়িত সব পক্ষকে যুদ্ধবিরতি, অস্থায়ী লেবানন-ইসরায়েল সীমান্তের "ব্লু লাইন"-এর চারপাশে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার, এবং লেবানন ও ইসরায়েলের গৃহহীনদের নিজ নিজ বাড়িতে ফেরার পরিবেশ সৃষ্টি করতে আহ্বান জানান।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস সম্মেলনে এক ভিডিও-বক্তৃতায় বলেন, লেবাননের পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫৫৯ ও ১৭০১ নম্বর প্রস্তাব সম্পূর্ণরূপে বাস্তবায়ন ও জরুরিভাবে যুদ্ধবিরতি প্রয়োজন। সকল দেশের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখণ্ডতাকে সম্মান করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। (রুবি/আলিম/সুবর্ণা)