হিজবুল্লাহর সাথে যুদ্ধ ‘সম্পূর্ণভাবে শেষ’ হতে পারে: ইসরায়েল
2024-10-25 15:45:26


অক্টোবর ২৫: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, আইডিএফ ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ ‘সম্পূর্ণভাবে শেষ’ হতে পারে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি চিফ অফ স্টাফ হালেভি গত ২৩ অক্টোবর গাজা উপত্যকায় বলেছেন, “আইডিএফ লেবাননে হিজবুল্লাহর উচ্চ-স্তরের কমান্ড সিস্টেম ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে এবং এর ফলে উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ‘সম্পূর্ণভাবে শেষ’ হতে পারে।”

গতকাল (বৃহস্পতিবার) ইসরায়েলি সেনাবাহিনীর জারি করা আরেক বিবৃতি অনুসারে, সেদিন বিকেল তিনটা পর্যন্ত, হিজবুল্লাহর আনুমানিক ১২০টি ‘প্রজেক্টাইল’ লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করে।

উল্লেখ্য, ইসরায়েল দক্ষিণ লেবাননে, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ‘সীমিত, স্থানীয় ও লক্ষ্যযুক্ত স্থল অভিযান’ পরিচালনা করছে বলে আইডিএফের দাবি। (রুবি/আলিম/লাবণ্য)