চীনের ওশান ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের সি চিন পিংয়ের জবাবি চিঠি
2024-10-25 16:57:54

অক্টোবর ২৫: চীনের ওশান ইউনিভার্সিটি প্রতিষ্ঠার শততম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং চীনের বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিয়েছেন এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন।

সি চিন পিং চিঠিতে বলেন, আমি আশা করি আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষকে একটি নতুন সূচনা বিন্দু হিসেবে, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন ও জাতীয় কৌশলগত চাহিদাকে নির্দেশিকা হিসেবে গ্রহণ করবেন, প্রধান বিষয় নির্ধারণের সামঞ্জস্য ব্যবস্থা এবং প্রতিভা প্রশিক্ষণ মডেলকে উন্নত করবেন, নেতৃস্থানীয় সামুদ্রিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং অসামান্য সামুদ্রিক প্রতিভা তৈরিতে প্রশিক্ষণ দেবেন, শিক্ষা ও সমুদ্রে শক্তিশালী দেশ হিসেবে চীনকে গড়ে তোলার জন্য আরো বেশি অবদান রাখবেন।

ওশান ইউনিভার্সিটি অফ চায়না (পূর্বে প্রাইভেট ছিংতাও ইউনিভার্সিটি) ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে, এটি ছিংতাও ওশান ইউনিভার্সিটি থেকে চীনের ওশান ইউনিভার্সিটি নামকরণ করা হয়। সম্প্রতি, ইউনিভার্সিটির সকল শিক্ষক ও শিক্ষার্থীরা সাধারণ সম্পাদক সি চিন পিংকে চিঠি লিখে শত বছরে বিদ্যায়তনটির পরিশ্রমের প্রক্রিয়া রিপোর্ট করেন। চিঠিতে সমুদ্রের শক্তিশালী দেশ গড়ে তোলা ও উচ্চ-মানের উন্নয়নে সক্রিয়ভাবে সেবা করা এবং একটি শক্তিশালী দেশ নির্মাণের ব্যাপক অগ্রগতিতে ও জাতীয় পুনর্জাগরণের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের সংকল্প প্রকাশিত হয়েছে।

(লিলি/হাশিম/তুহিনা)