চীন-জাপান সমুদ্রবিষয়ক উচ্চ-পর্যায়ের সভা অনুষ্ঠিত
2024-10-24 11:19:02

অক্টোবর ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমানা ও সমুদ্রবিষয়ক বিভাগের মহাপরিচালক হোং লিয়াং এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ব্যুরোর মহাপরিচালক হিরোয়ুকি নামা, গতকাল (বুধবার) টোকিওতে, দু’দেশের সমুদ্রবিষয়ক উচ্চ-পর্যায়ের ১৭তম সভায় সভাপতিত্ব করেন।  

সভায় দু’পক্ষ সমুদ্র-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অকপট ও গভীর মতামত বিনিময় করে। চীন পূর্ব চীন সাগর, তিয়াওইয়ু দ্বীপপুঞ্জ, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী, এবং সমুদ্র ও আকাশে নিরাপত্তার মতো বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে। জাপানকে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা উদ্বেগকে আন্তরিকভাবে সম্মান করতে, নেতিবাচক শব্দের ব্যবহার বন্ধ করতে, এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানানো হয় সভায়।

সভায় উভয় পক্ষই দুই দেশের নেতাদের উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্যকে আন্তরিকভাবে বাস্তবায়ন করতে, সমুদ্র-সম্পর্কিত বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে, সঠিকভাবে সংঘাত ও মতপার্থক্য পরিচালনা করতে, বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে, এবং সমুদ্রে শান্তিপূর্ণ, সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে একমত হয়। (রুবি/আলিম/লাবণ্য)