অক্টোবর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সকালে, কাজান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ‘ব্রিকস প্লাস’ নেতাদের সংলাপে যোগ দেন এবং ‘গ্লোবাল সাউথের শক্তিশালী হয়ে ওঠা, যৌথভাবে মানবজাতি অভিন্ন কল্যাণের কমিউটিনি গঠন করা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন।
বক্তৃতায় সি বলেন, গ্লোবাল সাউথের উত্থান বিশ্বের মহান পরিবর্তনের একটি স্পষ্ট লক্ষণ। আধুনিকায়নের দিকে গ্লোবাল সাউথের যৌথ অগ্রযাত্রা বিশ্ব ইতিহাসের একটি বড় ঘটনা এবং মানব সভ্যতার প্রক্রিয়ায় একটি অভূতপূর্ব কীর্তি। একই সময় বিশ্ব শান্তি এবং উন্নয়ন এখনও গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, এবং গ্লোবাল সাউথের পুনরুজ্জীবনের রাস্তাটি নিঃসন্দেহে মসৃণ হবে না। গ্লোবাল সাউথের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে, আমাদের অবশ্যই সম্মিলিত প্রজ্ঞা এবং শক্তি প্রদর্শন করতে হবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজের গঠনে দায়িত্বের ভাগ করে নিতে হবে।
(লিলি/হাশিম/তুহিনা)