অক্টোবর ২৪: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেন্ট্রাল পার্টি হিস্ট্রি অ্যান্ড ডকুমেন্টেশন রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ছুই ছিং শানের নেতৃত্বে সিপিসি’র একটি প্রতিনিধিদল ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত লাওস সফর করেছে এবং সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা প্রচার সভায় যোগ দিয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা লাও পিপলস রেভলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারিয়েটের স্থায়ী সম্পাদক এবং লাওসের ভাইস প্রেসিডন্টসহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন এবং চীন-লাওস সম্পর্ক ও পার্টির সঙ্গে পার্টির বিনিময়সহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
লাওস, চীন ও বিশ্বের জন্য তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের গুরুত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছে এবং চীনের সাথে বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে জোরদার করতে এবং লাওস-চীনের অভিন্ন লক্ষ্যের কমিউনিটির নির্মাণকে আরও এগিয়ে নিতে ইচ্ছুক।
(লিলি/হাশিম/তুহিনা)