ইউএই’তে প্রথম দুবাই ফোরাম অনুষ্ঠিত
2024-10-24 19:40:04

অক্টোবর ২৪: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে আজ বৃহস্পতিবার প্রথম দুবাই ফোরাম অনুষ্ঠিত হয়েছে। চায়না পাবলিক ডিপ্লোম্যাসি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উ হাই লং, ইউএই’তে চীনা রাষ্ট্রদূত জাং ই মিং, দুবাইতে চীনের কনসাল জেনারেল ও পো ছিন, ইউএই’র অর্থনীতি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ সালেহ, এবং দুবাই চেম্বার অফ কমার্সের সভাপতি এবং সিইও মোহাম্মদ লুতাসহ ১৫০০ জনেরও বেশি চীনা ও বিদেশী অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উ হাই লং উদ্বোধনী বক্তৃতায় বলেন যে, চীন ও ইউএই স্বাধীন উন্নয়নের পথ অনুসরণ করতে এবং জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষার জন্য একে অপরের উপর নির্ভর করে। চীন এবং ইউএই অর্থনৈতিক বিশ্বায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রচারের প্রক্রিয়ায় পরস্পরকে সমর্থন করেছে এবং একাধিক ক্ষেত্রে সহযোগিতায় ভালো ফলাফল অর্জন করেছে, যা একটি মডেল হিসাবে বিবেচিত হতে পারে।

জাং ই মিং বলেছেন যে, চীন এবং সংযুক্ত আরব আমিরাত ব্যাপক কৌশলগত অংশীদার, সমমনা ভালো বন্ধু এবং ভালো ভাই, যারা একে অপরকে সাহায্য করে। চীন হচ্ছে ইউএই’র বৃহত্তম বাণিজ্য অংশীদার, এবং দেশটি আরব অঞ্চলে চীনের বৃহত্তম তেল-বহির্ভূত ব্যবসায়িক অংশীদার। একই ধরনের উন্নয়ন মিশন এবং হৃদয়-থেকে-মানুষের বন্ধুত্ব দুটি দেশকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করে।

এবারের দুবাই ফোরামটি যৌথভাবে দুবাইতে চীনা কনস্যুলেট জেনারেল, চায়না পাবলিক ডিপ্লোম্যাসি অ্যাসোসিয়েশন, দুবাই সরকারী মিডিয়া অফিস এবং দুবাই চেম্বার অফ কমার্স ‘নতুন উন্নয়নের জন্য চল্লিশ বছর ধরে কাজ করা’ থিমে যৌথভাবে আয়োজন করে। দ্বিপাক্ষিক বাস্তবসম্মত সহযোগিতাকে আরও উন্নীত করা, সাংস্কৃতিক বিনিময়কে উন্নীত করা এবং একটি পাবলিক প্লাটফর্ম তৈরি করা এবারের ফোরামের লক্ষ্য।

 (স্বর্ণা/হাশিম/লিলি)