চীনের অ্যারোনটিক্যাল সেক্টরে প্রযুক্তিগত বার্ষিক গড় অগ্রগতি প্রতিবেদন প্রকাশ
2024-10-24 16:08:42

অক্টোবর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে বুধবার ৭ম চায়না অ্যারোনটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনফারেন্স ২০২৪ শুরু হয়েছে। কনফারেন্সে অ্যারোনটিক্যাল সায়েন্সে চীনের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরা হয়েছে। প্রযুক্তিগত বার্ষিক গড় অগ্রগতির রিপোর্টে ২০২৪ সালে অ্যারোনটিক্যাল সেকটরে চারটি প্রধান প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরা হয়েছে যা বিশ্বের বিমান শিল্পের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেছে।

যেমন, বিমান চালনা ইঞ্জিনের ক্ষেত্রে, চীনের স্বাধীনভাবে উন্নত এ ই এস ১০০  টার্বোশ্যাফ্ট ইঞ্জিন সফলভাবে তার বায়ুযোগ্যতা পরীক্ষা সম্পন্ন করেছে। ফ্লাইট কন্ট্রোলে, ডুয়াল সিন্থেটিক জেট এবং সক্রিয় প্রবাহ নিয়ন্ত্রণ সমন্বিত একটি বিমান সফলভাবে তৈরি করা হয়েছে। বেসামরিক বিমানের এয়ারওয়ার্দিনেস সার্টিফিকেশনের ক্ষেত্রে, চীনের দেশীয় ওয়াই ১২এফ বিমান ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি থেকে টাইপ সার্টিফিকেট পেয়েছে।

চাইনিজ সোসাইটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স সি এস এ এ  তিনদিনের এই বার্ষিক সম্মেলনের আয়োজন করে।

এদিকে, ২০২৪  সালের বিমান চালনা খাতে শীর্ষ ১০টি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিষয়ের সাথে সম্মেলনে ৯২টি প্রযুক্তিগত অর্জনকে ২০২৪ সিএস এএ  বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার প্রদান করা হয়েছে।

নিম্ন-উচ্চতা অর্থনীতির শিল্পের বিকাশকে কার্যকরভাবে উন্নীত করার জন্য সি এস এ এ  সম্মেলনের সময় "নিম্ন-উচ্চতা অর্থনীতির পরিস্থিতির উপর ২০২৪ শ্বেতপত্র" প্রকাশ করেছে।

শান্তা/ফয়সল