কাজানে সি-মোদি বৈঠক
2024-10-24 10:56:40

অক্টোবর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (বুধবার) সন্ধ্যায় রাশিয়ার কাজানে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, ইতিহাসের ধারাকে স্বীকৃতি দেওয়া ও দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য কাজ করা, চীন ও ভারতের জনগণের মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ। দু’পক্ষের উচিত পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা এবং উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট থাকা।

সি বলেন, চীন ও ভারতকে আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সুসম্পর্কের উদাহরণ সৃষ্টি করতে হবে, এবং বহু মেরুর বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নের প্রচেষ্টাকে বেগবান করতে যথাযথ অবদান রাখতে হবে। দু’পক্ষের উচিত সঠিক কৌশলগত দৃষ্টিভঙ্গিতে অবিচল থাকা, একে অপরের প্রতিবেশী হিসেবে সম্প্রীতিময় সহাবস্থানের নীতি অনুসরণ করা, এবং অভিন্ন উন্নয়নের উজ্জ্বল পথ অনুসন্ধান করা।

জবাবে মোদি বলেন, ভারত-চীন স্থিতিশীল সম্পর্ক দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানের জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে, ভারত-চীন সুসম্পর্ক অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিশ্বের বহুমেরুকরণ কাজকে বেগবান করার জন্য অনুকূল হবে। ভারত চীনের সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক আস্থা বাড়াতে, এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা সম্প্রসারণ করতে চায়।

বৈঠকে দু’নেতা এই মর্মে একমত হন যে, কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে চীন-ভারত সম্পর্ককে খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এর মূল লক্ষ্য হবে, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখা। (প্রেমা/আলিম/ছাই)