হংকংয়ে প্রথমবারের মতো ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার
2024-10-24 17:01:01

অক্টোবর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে প্রথমবারের মতো ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। বুধবার হংকং প্রশাসন এ খবর জানিয়েছে।

 

হংকংয়ের উত্তর-পূর্ব জলসীমায় হংকং ইউনেস্কো গ্লোবাল জিওপার্কের পোর্ট আইল্যান্ডে পাওয়া গেছে জীবাশ্মটি।

 

এই বছরের মার্চে পোর্ট আইল্যান্ডের একটি পাললিক শিলায় মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে বলে অনুমান করেছিল হংকং প্রশাসনের পুরাকীর্তি ও স্মৃতিস্তম্ভ অফিস। প্রশাসনের উন্নয়ন ব্যুরো তখন চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর মেরুদণ্ডী জীবাশ্মবিদ্যা সংস্থা এবং প্যালিওনথ্রোপোলজি বিশেষজ্ঞদের জীবাশ্মের নমুনা পরীক্ষা করার সুপারিশ করে। পরে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয় যে জীবাশ্মগুলো ক্রিটেসিয়াস যুগের, অর্থাৎ প্রায় সাড়ে ১৪ কোটি থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগেকার।

 

উল্লেখ্য, হংকং ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে একটি নতুন চুক্তির অধীনে ডাইনোসরের জীবাশ্মের ওপর গবেষণা নিয়ে এটাই প্রথম সহযোগিতা প্রকল্প।

 

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি