ইয়াও সংস্কৃতির আকর্ষণ
2024-10-24 15:53:15

অক্টোবর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উচোও সিটির মংশান কাউন্টি। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। ছাংপিং ইয়াও টাউনশিপে ইয়াও জাতিগোষ্ঠীর মানুষরা বাস করেন। ইয়াও জাতির রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।

ইয়াও জাতির বিশেষ পোশাক, এমব্রয়ডারি, অলংকার, বিভিন্ন রকম কারুশিল্প, পুতুল ইত্যাদির প্রদর্শনী হয় বিভিন্ন লোকজ মেলায়। ইয়াও জাতির বিভিন্ন রকম নৃত্যগীত ও খেলা প্রদর্শন করা হয় অনেক উৎসবে। ইয়াও জাতির বিয়ের উৎসবের রীতিরেওয়াজও অনেক আকর্ষণীয়। এথনিক সংস্কৃতির এমন প্রকাশ বিভিন্ন এথনিক গ্রুপের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনও সুদৃঢ় করে।

শান্তা/ফয়সল