অক্টোবর ২৪: পার্টিয়া কারকেরেন কুর্দিস্তান বা পিকেকে গতকাল (বুধবার) তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজর একটি কারখানায় সন্ত্রাসী হামলা চালিয়েছিল। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার গতকাল (বুধবার) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে গুলার বলেছেন যে, শেষ ‘সন্ত্রাসী’ নির্মূল না হওয়া পর্যন্ত তুর্কি সামরিক বাহিনী কখনই পিকেকে জঙ্গিদের শিকার করা বন্ধ করবে না।
সন্ত্রাসী হামলায় ৫ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। একজন পুরুষ ও একজন নারী সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পিকেকে এই ঘটনার প্রতিক্রিয়া জানায়নি।
(লিলি/হাশিম/তুহিনা)