অক্টোবর ২৪: চলতি বছর হল জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৯তম বার্ষিকী। বর্তমান গাজা সংঘর্ষসহ অনেক সমস্যায় আন্তর্জাতিক পরিস্থিতি জটিল রয়েছে। কেউ বলেছে, জাতিসংঘের কর্তৃত্ব দুর্বল হচ্ছে, বহুপক্ষবাদ চাপের মধ্যে রয়েছে এবং বিশ্ব অনিশ্চয়তাপূর্ণ। এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যত জটিল হবে, জাতিসংঘের কর্তৃত্বকে তত দৃঢ়ভাবে রক্ষা করতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ যত বেশি হবে, সত্যিকারের বহুপক্ষবাদকে তত দৃঢ়ভাবে সমর্থন করতে হবে। আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
মুখপাত্র বলেন, সবচেয়ে সার্বজনীন, প্রতিনিধিত্বমূলক ও কর্তৃত্বপূর্ণ আন্তঃসরকারি আন্তর্জাতিক সংস্থা হিসেবে প্রতিষ্ঠার পর ৭৯ বছরে জাতিসংঘ বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষার জন্য অপরিসীম ভূমিকা পালন করেছে। চীন সবসময় দৃঢ়ভাবে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি রক্ষা করবে, আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় ভূমিকা পালনে জাতিসংঘকে সমর্থন করবে এবং জাতিসংঘের ক্রমাগত সংস্কার ও উন্নয়নকে সমর্থন করবে।
তিনি আরও বলেন, বড় দেশের উচিত জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে সহায়তা করা, বিশ্বব্যাপী ঐকমত্য গড়ে তোলা, বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষা করায় আরও বেশি কাজ করা। একতরফাবাদ, নিষেধাজ্ঞা, গুণ্ডামি ও জবরদস্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্থিতিশীল উন্নয়ন ও বিচ্ছিন্নবাদী সংঘাতের বিরোধিতার ঐকমত্যের বিরুদ্ধে যায়, যা শুধু দেশগুলোর অভিন্ন স্বার্থ ক্ষতিগ্রস্ত করবে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)