‘নির্জন রাস্তা’
2024-10-24 10:00:03

আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম উ সি খাই। তিনি গত শতাব্দীর ৯০ এর দশকে তাইওয়ানের অন্যতম জনপ্রিয় গায়ক। যেসব গান তিনি গেয়েছেন, তার মধ্যে অনেকগুলো গান এখনও অনেক জনপ্রিয় এবং চীনা সংগীত মহলের ক্লাসিক গান হিসেবে বিবেচিত হয়। তার ‘প্রেমের গানের রাজার’ খ্যাতিও আছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন উ সি খাইয়ের একটি সুন্দর গান ‘নির্জন রাস্তা’।

 

উ সি খাই ১৯৬৬ সালে তাইওয়ানের তাইচোং শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৮ বছর বয়স থেকে পিয়ানো শিখা শুরু করেন। ১৫ বছর বয়সে তিনি তখনকার বিখ্যাত গায়িকা হুয়াং ইং ইং’র জন্য পিয়ানো বাজান। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি বন্ধুদের সঙ্গে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন, পরে অনেক পারফরমেন্সের সুযোগ পান। ১৯৮৬ সালে উ সি খাই তাইওয়ানের বিখ্যাত লোকসংগীত গায়িকা চেং ই’র সঙ্গে একটি গান গান এবং আনুষ্ঠানিকভাবে তার পেশাদার গায়ক জীবন শুরু করেন। সেই বছর তিনি অন্য কিছু গায়ক গায়িকার সঙ্গে একটি অ্যালবাম প্রকাশ করেন। সেই অ্যালবাম ৩ লাখ কপি বিক্রি হয়, এভাবে তিনি মানুষের নজরে আসেন।

 

১৯৮৮ সালে উ সি খাই তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘কিভাবে ভালোবাসা বলতে হয়’ প্রকাশ করেন। পরিষ্কার কণ্ঠ ও সুন্দর গানের জন্য এই অ্যালবাম দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সেই সঙ্গে উ সি খাইয়ের সংগীত জীবনও দ্রুত উঠতে শুরু করে। ১৯৯০ সালে তিনি অ্যালবাম ‘বিশেষ তোমার জন্য বিশেষ ভালোবাসা’ প্রকাশ করেন। এই অ্যালবামের একই নামের প্রধান গানটি অকল্পনীয় গতিতে তাইওয়ান, হংকং ও চীনের মূলভূখণ্ডে জনপ্রিয় হয় এবং পরে চীনা সংগীত মহলের ক্লাসিক গানে পরিণত হয়। এই অ্যালবামের জন্য উ সি খাই অনেক পুরস্কারও পেয়েছেন। তখনই তিনি সারা চীনের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। বন্ধুরা, এখন শুনুন উ সি খাইয়ের এই জনপ্রিয় গান ‘বিশেষ তোমার জন্য বিশেষ ভালোবাসা’।

 

১৯৯১ সালে উ সি খাই অ্যালবাম ‘অতিরিক্ত ভালোবাসা’ প্রকাশ করেন। এই অ্যালবামের জন্য তিনি চীনের সবচেয়ে প্রভাবশালী সংগীত অ্যাওয়ার্ড গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের বার্ষিক শ্রেষ্ঠ গায়কের তালিকাভুক্ত হন, এবং সেই বছর থেকে টানা ১৩ বছর এই পুরস্কারের তালিকাভুক্ত হয়। তার গানগুলো শুধু চীনেই নয়, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ অনেক দক্ষিণ-পূর্ব এশিয়াতেও বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো উ সি খাইয়ের জনপ্রিয় সেই গান ‘তুমিই আমার প্রিয়’।

 

অনেক জনপ্রিয়তা এবং সংগীতের দক্ষতা ব্যাপক স্বীকৃতি পেলেও উ সি খাই নিজেকে নিয়ে সন্তুষ্ট নয়। ১৯৯৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে পিয়ানো ও পপ সংগীত নিয়ে পড়াশোনা করেন। এরপর তার সংগীত শৈলী আরও বৈচিত্র্যময় হয়। কোমল প্রেমের গানের পাশাপাশি তার রক, R&B, জ্যাজ শৈলীর গান মানুষের পছন্দ হয়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো ২০০৩ সালে প্রকাশিত উ সি খাইয়ের একটি সুন্দর গান ‘এই দিকে, ওই দিকে’।

 

অনেক ধরনের গান গাইতে পারলেও উ সি খাইয়ের প্রেমের গান সবচেয়ে জনপ্রিয়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো উ সি খাইয়ের খুব জনপ্রিয় একটি প্রেমের গান, গানের নাম ‘ভালোবাসা ও দুঃখ’। নাম থেকে বোঝা যায় এটা একটি বিরহী প্রেমের গান। গানে প্রেম থেকে বিচ্যুত হওয়ার পর অতীতের মিষ্টি স্মৃতি ভুলতে না-পারার অনুভূতি প্রকাশিত হয়। গায়কের সুন্দর কণ্ঠে গানটি শুনতে বেশ ভালো লাগে। বন্ধুরা, এখন উ সি খাইয়ের গান  ‘ভালোবাসা ও দুঃখ’ শুনুন।

 

এখন উ সি খাই আরও বেশি সংগীতের বিচারক ও শিক্ষক হিসেবে কাজ করেন। নতুন গান প্রকাশ না করলেও তার পুরানো গানগুলো লোকদের মধ্যে জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে উ সি খাইয়ের আরেকটি সুন্দর গান ‘শরত্কাল আসবে না’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

(তুহিনা/তৌহিদ/স্বর্ণা)