ম্যাকাওতে তরুণ মহাকাশ বিজ্ঞানীদের আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত
2024-10-24 16:02:51

অক্টোবর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তরুণ মহাকাশ বিজ্ঞানীদের জন্য আন্তর্জাতিক একটি ফোরাম ম্যাকাও বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রায় একশ তরুণ বিজ্ঞানী এসেছিলেন।

 

বুধবার ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চাইনিজ সোসাইটি অব স্পেস রিসার্চ (সিএসএসআর)-এর সভাপতি উ চি আশা প্রকাশ করেন, ফোরামটি বিনিময় ও সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে সহযোগিতার ভিত্তি স্থাপন করবে।

 

ম্যাকাও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মাস্ট) মহাকাশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক চোং ছিউকাং ভূ-চৌম্বকীয় বিজ্ঞান গবেষণা এবং মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণে ম্যাকাওর প্রথম মহাকাশ বিজ্ঞান স্যাটেলাইট ম্যাকাও সায়েন্স ১-এর বৈজ্ঞানিক অর্জন তুলে ধরেন। মহাকাশ বিজ্ঞানে আন্তর্জাতিক বিনিময় এবং সহযোগিতায় অবদান রাখার আহ্বানও জানান তিনি।

 

তরুণ মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ গবেষণার নানা শৃঙ্খলা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্যাটেলাইট মিশনের নতুন আবিষ্কার, প্রাসঙ্গিক মডেলিং এবং প্রযুক্তির অগ্রগতি এবং ভবিষ্যতের যৌথ গবেষণা নিয়ে মতবিনিময় ও আলোচনা করেছেন।

 

ফোরামের অংশ হিসেবে, অংশগ্রহণকারীরা মাস্ট ও ইউনিভার্সিটি অব হংকং-এর এ সম্পর্কিত গবেষণাগারগুলো পরিদর্শন করবেন।

 

ম্যাকাওতে অনুষ্ঠিত তরুণ মহাকাশ বিজ্ঞানীদের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হিসেবে, ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে সিএসএসআর, মাস্ট, চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল স্পেস সায়েন্স সেন্টার, দ্য ইউনিভার্সিটি অব হংকং এবং বেইজিংয়ের ইন্টারন্যাশনাল স্পেস সায়েন্স ইনস্টিটিউট।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিনহুয়া