অক্টোবর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের বৃহত্তম টাইপ বি এলএনজি জ্বালানি ট্যাঙ্ক কন্টেইনার জাহাজ সরবরাহ করেছে চীন। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে নির্মিত ‘মারিয়া ক্রিস্টিনা’ জাহাজটির ধারণক্ষমতা ১৬ হাজার টিইউ, যেখানে ১ টিইউ হলো ২০ ফুট বাই ৮ ফুট বাই ৮ ফুট আকারের কনটেইনার।
এটি চীনের এলএনজি ফুয়েল ট্যাঙ্ক শিল্প এবং প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। জাহাজটিতে জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা রয়েছে, যা চীনের তৈরি একটি মাঝারি এবং নিম্ন-চাপের বায়ু ব্যবস্থায় সজ্জিত।
মারিয়া ক্রিস্টিনা ভূমধ্যসাগরীয় শিপিং কোম্পানি দ্বারা নির্মিত আটটি ১৬ টিইউ দ্বৈত-জ্বালানিচালিত কন্টেইনার জাহাজের মধ্যে প্রথম। জাহাজটি চীন ও ইউরোপের রুটে চলাচল করবে।
তালিয়ান শিপবিল্ডিং ইন্ডাস্ট্রির প্রকল্প ব্যবস্থাপক বি হংখুন জানালেন, ‘এই জ্বালানি ট্যাঙ্ক তৈরির ইনস্টলেশন ধাপে বড় সামুদ্রিক ক্রেন ব্যবহার করা হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় লেগেছে মাত্র ২৯ ঘণ্টা।’
ফয়সল/শান্তা
তথ্য: সিজিটিএন ছবি: সিসিটিভি