চীনের নেতৃত্বে গ্লোবাল সাউথ থিংক ট্যাংক সহযোগিতা অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হবে
2024-10-24 18:59:51

অক্টোবর ২৪: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) সকালে রাশিয়ার কাজানে ব্রিকস নেতাদের সংলাপে অংশগ্রহণ করেন এবং ‘গ্লোবাল সাউথের শক্তিশালী হয়ে ওঠা, যৌথভাবে মানবজাতি অভিন্ন কল্যাণের কমিউটিনি গঠন করা’ নামে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ভাষণ সি চিন পিং বলেন, আমাদের উচিত সভ্যতা যোগাযোগ ও বিনিময়ের ইতিবাচক শক্তি হওয়া, পারস্পরিক সংলাপ বাড়ানো, বিভিন্ন দেশকে নিজ নিজ জাতীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিকায়ন পথ গ্রহণে সমর্থন করা। গ্লোবাল সাউথ থিংক ট্যাংক সহযোগিতা অ্যালায়েন্স প্রতিষ্ঠায় চীন নেতৃত্ব দেবে, বিভিন্ন দেশের সাংস্কৃতিক আদান-প্রদান ও দেশ পরিচালনার বিনিময় প্রচার করবে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)