অক্টোবর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (বুধবার) সন্ধ্যায় রাশিয়ার কাজানে, মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এসময় তিনি চীন-মিসর অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার কাজ বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
সি চিন পিং বলেন, দু’দেশকে একে অপরকে সমর্থন দিতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করতে, বাস্তব সহযোগিতা গভীরতর করতে, উচ্চমানে “বেল্ট অ্যান্ড রোড” উদ্যোগ বাস্তবায়ন করতে, এবং সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠতর করতে হবে। চীন মিসরের সাথে যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় কাজ করে যেতে ইচ্ছুক বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।
জবাবে সিসি বলেন, চীন মিসর ও আফ্রিকান দেশগুলোর সবচেয়ে ভালো বন্ধু। তার দেশ ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে এবং চীনের জন্য তাইওয়ান ইস্যু যে অনেক গুরুত্বপূর্ণ—তা উপলব্ধি করে।
মিসরকে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স সহযোগিতামূলক ব্যবস্থায় যোগ দিতে সাহায্য করায় চীনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, চীনের সাথে বহুপাক্ষিক সমন্বয় ঘনিষ্ঠতর করে, উন্নয়নশীল দেশ ও গ্লোবল সাউথের অভিন্ন স্বার্থ রক্ষার মাধ্যমে, আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসংগত বিশ্ব প্রশাসন ব্যবস্থা গঠন করতে ইচ্ছুক মিসর।
বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। (প্রেমা/আলিম/ছাই)