চ্যালেঞ্জের মধ্যেও গাড়িশিল্পে সমর্থন বাড়াবে চীন
2024-10-24 19:20:39

অক্টোবর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মধ্যেও গাড়িনির্মাণ শিল্পে সমর্থন জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে চীন। বুধবার চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস আয়োজিত শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়।

বছরের প্রথম তিন প্রান্তিকে এ শিল্পের কর্মক্ষমতা সম্পর্কে সংবাদমাধ্যমকে ব্রিফ করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধান প্রকৌশলী চাও চিকুয়ো। বর্তমান পরিস্থিতিতে এ শিল্প প্রবৃদ্ধি বজায় রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

 

চাও বলেন, ৯ মাসে এ খাতের মূল্য সংযোজন গতবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ ছাড়া এ সময়ে গাড়ির উৎপাদন ও বিক্রি যথাক্রমে ২ কোটি দশমিক ১৪ লাখ ৭০ হাজার এবং ২ কোটি ১৫ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে বলেও জানান চাও।

 

নতুন জ্বালানির গাড়ি (এনইভি) খাতের শক্তিশালী উন্নয়নের কথা তুলে ধরে চাও বলেন, এ খাতে ৯ মাসে ৮৩ লাখ ১৬ হাজার ইউনিট উৎপাদন ও ৮৩ লাখ ২০ হাজার ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৩১ দশমিক ৭ ও ৩২ দশমিক ৫ শতাংশ বেশি।

 

অটো শিল্পের রপ্তানিতে অনিশ্চয়তার চ্যালেঞ্জ সত্ত্বেও শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দৃঢ়ভাবে পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান চাও। তিনি বলেন, এর জন্য চীন সরকার উচ্চ-মানের উন্নয়নের জন্য নীতি সহায়তা বাড়াতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কাজ করছে।

 

মুখপাত্রের মতে, এনআইভি সংক্রান্ত কিছু নতুন পদক্ষেপের মধ্যে রয়েছে গ্রামাঞ্চলকে লক্ষ্য করে বিক্রি বাড়ানোর প্রচারাভিযান, পাবলিক ট্রান্সপোর্ট ও পরিষেবা যানবাহনে নতুন এনইভি রূপান্তরের পাইলট প্রোগ্রাম এবং ব্যাটারি-অদলবদলের নির্দেশিকা জারি করা।

 

চাও বলেছেন, স্ব-চালিত ড্রাইভিং প্রযুক্তির শিল্পায়নকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাও করা হবে।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি