অক্টোবর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে, কাজান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ‘ব্রিকস প্লাস’ নেতাদের সংলাপে যোগ দেন এবং ‘গ্লোবাল সাউথের শক্তিশালী হয়ে ওঠা, যৌথভাবে মানবজাতি অভিন্ন কল্যাণের কমিউটিনি গঠন করা’ নামে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন।
বক্তৃতায় সি চিন পিং উন্নয়নকে পুনরুজ্জীবিত করার এবং সর্বজনীন সমৃদ্ধি অর্জনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আমাদের অবশ্যই সাধারণ উন্নয়নের মেরুদণ্ড হতে হবে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, বিশ্বব্যাপী অর্থনৈতিক শাসন ব্যবস্থার সংস্কারে নেতৃত্ব দিতে হবে এবং উন্নয়নকে আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য এজেন্ডার কেন্দ্রে স্থাপন করতে হবে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ প্রস্তাব উত্থাপনের তিন বছরে, এটি প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন তহবিল সংগ্রহ করেছে এবং ১১০০টিরও বেশি প্রকল্প চালু করেছে। বৈশ্বিক ইন্ডাস্ট্রি ও ম্যানুফ্যাকচারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালায়েন্সের সেন্টারটি সম্প্রতি চীনের সাংহাইয়ে প্রতিষ্ঠিত হয়েছে। চীন বিশ্বব্যাপী ‘স্মার্ট কাস্টমস’ অনলাইন সহযোগিতা প্ল্যাটফর্ম এবং একটি ব্রিকস কাস্টমস ডেমোনস্ট্রেশন সেন্টার প্রতিষ্ঠা করবে। সকল দেশকে সক্রিয়ভাবে এতে অংশগ্রহণের জন্য স্বাগত জানায় চীন।
(স্বর্ণা/হাশিম/লিলি)