ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দ্রুত রপ্তানি বৃদ্ধির বাজার চীন
2024-10-24 18:59:12

অক্টোবর ২৪: চলতি বছর ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্য ধীরে ধীরে পুনরুদ্ধার হয়েছে, এই অঞ্চলের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চীন হল তাদের সবচেয়ে দ্রুত রপ্তানি বৃদ্ধির বড় বাজার। জাতিসংঘের ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অর্থনৈতিক কমিশনের গতকাল (বুধবার) চিলির রাজধানী সান্তিয়াগোতে প্রকাশিত ‘ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই রিপোর্টের পূর্বাভাস অনুসারে, চলতি বছর ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের পণ্য রপ্তানির পরিমাণ গত বছরের চেয়ে ৪ শতাংশ বৃদ্ধি পাবে। এতে কৃষি, খনি, পেট্রোলিয়ানম শিল্প ও উত্পাদন শিল্প সবচেয়ে বড় অবদান রাখবে। পরিষেবা শিল্প সম্পর্কে পর্যটন পুনরুদ্ধার ও ডিজিটালাইজেশন চালিত আধুনিক পরিষেবার বৃদ্ধির জন্য, এই বছরে এই অঞ্চলের পরিষেবা রপ্তানি পরিমাণ ১২ শতাংশ বৃদ্ধি পাবে, যা টানা ৪ বছর ধরে ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

রিপোর্টে বলা হয়, চীন এই অঞ্চলের সবচেয়ে দ্রুত রপ্তানি বৃদ্ধির বাজার। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত চীন ও ল্যাটিন আমেরিকার পণ্য বাণিজ্যিক পরিমাণ ৩৫ গুণ বেড়েছে, একই সময়ে এই অঞ্চল ও বিশ্বের অন্যান্য অঞ্চলের বাণিজ্যিক পরিমাণ বেড়েছে মাত্র ৪ গুণ।  (তুহিনা/হাশিম/স্বর্ণা)