চীন সর্বদাই গ্লোবাল সাউথকে ফোকাস করবে: সি চিন পিং
2024-10-24 17:44:49

অক্টোবর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সকালে, কাজান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ‘ব্রিকস প্লাস’ নেতাদের সংলাপে যোগ দেন এবং ‘গ্লোবাল সাউথের শক্তিশালী হয়ে ওঠা, যৌথভাবে মানবজাতি অভিন্ন কল্যাণের কমিউটিনি গঠন করা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন।

বক্তৃতায় সি জোর দিয়ে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে আরও সার্বিকভাবে সংস্কারকে গভীর করা এবং চীনা-শৈলীর আধুনিকীকরণকে উন্নীত করার জন্য পদ্ধতিগত ব্যবস্থা করা হয়েছে, যা নিশ্চিতভাবে বিশ্বের জন্য আরও সুযোগ প্রদান করবে। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সর্বদাই গ্লোবাল সাউথকে ফোকাস করবে, নিজের শিকড় গ্লোবাল সাউথে স্থাপন করবে, ব্রিকসে যোগদানের জন্য গ্লোবাল সাউথের আরও দেশকে সমর্থন করবে, গ্লোবাল সাউথের শক্তিকে একত্রিত করবে এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজের গঠনকে  এগিয়ে যাবে।

(লিলি/হাশিম/তুহিনা)