অক্টোবর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: আধুনিক ইলেকট্রনিক্সের ‘প্রাণশক্তি’ লিথিয়াম। আর যৌথ গবেষণা শেষে লিথিয়াম তৈরির নতুন এক পদ্ধতির চমকপ্রদ খবর জানালেন চীন ও অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। চরম লবণাক্ত উপকরণ থেকে লিথিয়াম তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেছেন তারা। মঙ্গলবার মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটি এক সংবাদ বিজ্ঞপ্তি খবরটি জানায়।
চীনের গবেষকদের সহায়তায় চীনের লংমু ছো হ্রদ ও তংথাই হ্রদের লবণাক্ত পানি থেকে লিথিয়াম আহরণের নতুন প্রযুক্তিটি প্রয়োগ করে দেখিয়েছেন মোনাশ ও কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির গবেষকরা।
পৃথিবীর যাবতীয় স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির অন্যতম কাঁচামাল হলো লিথিয়াম। বিশ্বের পরিবেশবান্ধব জ্বালানিতে স্থানান্তরেও এর ভূমিকা অনেক। বিশেষজ্ঞরা বলেছিলেন ২০২৫ সালের মধ্যেই বিশ্বে লিথিয়ামের সংকট দেখা দিতে পারে। তারা এও বলেছিলেন, লবণাক্ত বস্তুতে থাকা লিথিয়ামের ৭৫ ভাগই আহরণ করা সম্ভব হবে না।
নতুন গবেষণায় বিজ্ঞানীরা ব্যবহার করেছেন ন্যানোফিলট্রেশন প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় লিথিয়াম বের করে আনতে তারা ব্যবহার করেছেন ইথিলিন ডায়ামিন টেট্রা এসিটিক নামের একটি অ্যাসিড। এতে লিথিয়ামের সঙ্গে উপজাত হিসেবে উন্নতমানের ম্যাগনেশিয়ামও পেয়েছেন গবেষকরা।
প্রকল্পের সহ-প্রধান, চীনের চিয়াংসু প্রদেশের মোনাশ সুচৌ রিসার্চ ইনস্টিটিউটের লি ছিখাও এবং আরেক গবেষক চাং সিওয়াং বলেছেন, যে এই অ্যাসিডের মাধ্যমে লুজ ন্যানোফিল্ট্রেশন প্রযুক্তির কারণে লিথিয়ামের ক্রমবর্ধমান চাহিদার সমাধান আসতে পারে।
লি বলেন, প্রযুক্তিটি চরম লবণাক্ত উৎস থেকে ৯০ শতাংশ লিথিয়াম আহরণ করতে পারে, যা প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় দ্বিগুণ। এতে করে আহরণের সময় এক বছর থেকে এক সপ্তাহে কমিয়ে আনা সম্ভব বলেও জানান তিনি।
লি বলেন, ‘চীন ও বলিভিয়ার মতো দেশগুলোর উঁচু ভূমিতে উচ্চ- লবণাক্ত এমন অনেক অঞ্চল আছে যেখানে কঠিন লবণাক্ত মিশ্রণও পাওয়া যাব। আবার প্রত্যন্ত কিছু মরু এলাকায় এমন লবণাক্ত খনিজ আছে যেখানে নিষ্কাশনের জন্য দরকারি বিপুল পরিমাণ পানি, রাসায়নিক বা অবকাঠামো পাওয়া যায় না৷ এ উদ্ভাবনী প্রযুক্তিতে এসব সমস্যার সম্ভব বলে জানান লি।
প্রথাগত নিষ্কাশন পদ্ধতিতে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়, যা প্রায়শই লবণাক্ত ওই কাঁচামালে উপস্থিত থাকে। এটি অপসারণ করা কঠিন। নতুন প্রযুক্তিকে এটিকে একটি উচ্চমানের পণ্যে পরিণত করে বাণিজ্যিকভাবে উৎপাদনও করা যাবে।
লি বলেন, প্রযুক্তিটি দ্রুত পরীক্ষাগার থেকে শিল্পকারখানায় স্থানান্তরের জন্য তৈরি আছে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন