সি চিন পিং: আমাদের অবশ্যই ‘শান্তির ব্রিকস’ গড়ে তুলতে হবে
2024-10-23 20:05:54

অক্টোবর ২৩: প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ার কাজানে স্থানীয় সময় আজ (বুধবার) সকালে ব্রিকসের ১৬তম নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন এবং ব্রিকসের ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের অবশ্যই ‘শান্তির ব্রিকস’ গড়ে তুলতে হবে এবং অভিন্ন নিরাপত্তার রক্ষক হতে হবে। শুধুমাত্র একটি সাধারণ, ব্যাপক, সহযোগিতামূলক এবং টেকসই নিরাপত্তা ধারণা অনুশীলনের মাধ্যমে আমরা সার্বজনীন নিরাপত্তার পথ খুঁজে পেতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সঙ্কট কমিয়ে আনার জন্য আমাদের অবশ্যই তিনটি নীতি মেনে চলতে হবে এবং এ তিনটি নীতি হলো ‘যুদ্ধক্ষেত্রের সম্প্রসারণ নয়, যুদ্ধের প্রবলতা বৃদ্ধি নয় এবং সকল পক্ষকে যুদ্ধের আগুনে ঘি ঢালা বন্ধ করতে হবে’। গাজায় যুদ্ধবিরতি পালন করা এবং ফিলিস্তিন সমস্যার একটি ব্যাপক, ন্যায্য এবং স্থায়ী সমাধানের জন্য অবিরাম প্রচেষ্টা চালানো উচিত্ বলেও তিনি উল্লেখ করেন।

(লিলি/হাশিম/তুহিনা)