নতুন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন
2024-10-23 11:10:37

অক্টোবর ২৩: আজ (বুধবার) সকাল ৯টা ৯ মিনিটে, সিছাং উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে, ইয়াওকান-৪৩ ০৩ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় চীন। উপগ্রহটি যথাসময়ে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশও করেছে।

‌    মহাকাশে উপগ্রহ পাঠাতে লংমার্চ-২সি পরিবাহক রকেট ব্যবহার করা হয়। এটি ছিল লংমার্চ সিরিজের রকেটের ৫৪২তম ফ্লাইট মিশন। (প্রেমা/আলিম/ছাই)