অক্টোবর ২৩: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গতকাল (মঙ্গলবার) ‘বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে’ বলেছে যে, অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানো এবং বাজারের সক্রিয় কর্মক্ষমতা সত্ত্বেও, বিশ্বব্যাপী আর্থিক ভঙ্গুরতা এখনও বাড়ছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে দুটি বিষয় উদ্বেগজনক। একদিকে শিথিল আর্থিক পরিস্থিতিতে বৈশ্বিক সম্পদের অত্যধিক মূল্যায়ন, সরকারি ও বেসরকারি খাতের ঋণের মাত্রা বৃদ্ধি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অধিকতর লিভারেজ ব্যবহার, যা আর্থিক দুর্বলতাকে বাড়াতে থাকবে।
অন্যদিকে, অনিশ্চয়তা, বিশেষ করে বর্ধিত ভূ-রাজনৈতিক ঝুঁকির সাথে সম্পর্কিত অনিশ্চয়তা বাড়ছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সম্পদের দাম, যুদ্ধ এবং বাণিজ্য বিরোধের সম্ভাব্য প্রভাবকে সম্পূর্ণরূপে প্রতিফলিত নাও করতে পারে, এই ‘সংযোগ বিচ্ছিন্ন’ ধাক্কাগুলো ঘটার সম্ভাবনা বেশি করে, কারণ উচ্চ ভূ-রাজনৈতিক উত্তেজনা আর্থিক বাজারে হঠাৎ বিক্রি-হ্রাসের কারণ হতে পারে, বাজারের অস্থিরতাকে বাড়িয়ে তুলতে পারে।
(লিলি/হাশিম/তুহিনা)