জাতিসংঘ সাধারণ পরিষদে একতরফা, জবরদস্তিমূলক পদক্ষেপ নিয়ে চীনা প্রতিনিধির বক্তব্য
2024-10-23 16:05:29

অক্টোবর ২৩: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফু ছোং সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একতরফা, জবরদস্তিমূলক পদক্ষেপের বিষয়ে একই মতের দেশগুলোর পক্ষ থেকে একটি যৌথ বক্তৃতা দিয়েছেন। বক্তৃতায় তিনি একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন অবিলম্বে এবং সম্পূর্ণরূপে বাতিল করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছেন।

ফু ছোং বলেছেন যে, বিশ্ব একে অপরের সাথে জড়িত বৈশ্বিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোতে এই তীব্র প্রভাবের অভিঘাত লেগেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ঐক্য ও সহযোগিতা জোরদার করতে হবে এবং সত্য ও কার্যকর বহুপাক্ষিকতাকে মেনে চলতে হবে। উন্নয়নশীল দেশ এবং তাদের জনগণ একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের নেতিবাচক প্রভাবে ভুগছে। এসব একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ সার্বভৌমত্বের সমতা এবং সহযোগিতার নীতি লঙ্ঘন করে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য ও নীতিগুলো লঙ্ঘন করে, যা বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের সামঞ্জস্যপূর্ণ নয়।

ফু ছোং বলেছেন যে, একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের পাশাপাশি গৌণ নিষেধাজ্ঞা বর্তমান মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে তুলেছে, বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা, সেইসাথে খাদ্য, শক্তি এবং আর্থিক নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এবং বৈশ্বিক অর্থনৈতিক শৃঙ্খল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রাসঙ্গিক দেশগুলোর প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপগুলো জীবন, স্বাস্থ্য, উন্নয়ন এবং শিক্ষার অধিকারসহ সমস্ত মানবাধিকার লঙ্ঘন করে এবং উল্লিখিত মানবাধিকারের লক্ষ্যগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপগুলো প্রাসঙ্গিক দেশ এবং অঞ্চলগুলিতে গুরুতর মানবিক নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ফু ছোং উল্লেখ করেন।

(লিলি/হাশিম/তুহিনা)