অক্টোবর ২৩: ব্রুনাই সরকারের আমন্ত্রণে, চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং ২১ থেকে ২৩ অক্টোবর ব্রুনাই সফর করেন এবং বন্দর সেরি বেগাওয়ানে যথাক্রমে ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ এবং ক্রাউন প্রিন্স আল মুহতাদী বিল্লাহর সাথে সাক্ষাৎ করেন।
সুলতান বলকিয়াহর সাথে সাক্ষাতের সময়, হান চেং প্রথমে তাকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। চীন, ব্রুনাইয়ের সাথে দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে, বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে ইচ্ছুক বলে এ সময় জানান তিনি।
হান চেং বলেছেন যে, চীন, ব্রুনাইয়ের সর্বদা এক-চীন নীতি মেনে চলার প্রশংসা করে এবং ব্রুনাইয়ের সাথে উচ্চ-পর্যায়ের আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক এবং একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। দুই পক্ষের উচিত যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র আওতায় নির্মাণে উচ্চমানের সহযোগিতা করা এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি প্রচার করা। চীন পূর্ব এশিয়ার সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়, আঞ্চলিক সহযোগিতায় আসিয়ানের কেন্দ্রীয় অবস্থানকে সমর্থন করে এবং একটি অভিন্ন কল্যাণের ঘনিষ্ঠ চীন-আসিয়ান কমিউনিটি গঠন উন্নীত করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে আরও ইতিবাচক শক্তি যোগাতে ইচ্ছুক। চীন ‘দক্ষিণ চীন সাগরের আচরণবিধি’ নিয়ে সক্রিয়ভাবে সামুদ্রিক সহযোগিতা ও পরামর্শ প্রচার করতে এবং দক্ষিণ চীন সাগরকে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার সাগরে পরিণত করতে ব্রুনাইসহ আসিয়ান দেশগুলোর সাথে কাজ করতে ইচ্ছুক।
সুলতান বলকিয়াহ বলেছেন যে, ব্রুনাই সর্বদা এক-চীন নীতি মেনে চলে এবং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে ক্রমাগত জোরদার করতে ইচ্ছুক। তিনি চীনের সাথে অর্থনীতি ও বাণিজ্য, জ্বালানি, খাদ্য, মানবিক, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও গভীর করতে চান। ব্রুনাইয়ের অর্থনীতির বৈচিত্র্যপূর্ণ উন্নয়নের জন্য চীন সহায়তা করতে ইচ্ছুক। ব্রুনাই আসিয়ান-চীন সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রক্রিয়া ক্রমাগত উন্নত করার এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার আশা করে। ব্রুনাই আলাপ-আলোচনা ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য সমাধানের পক্ষে, এবং দক্ষিণ চীন সাগরকে শান্তি ও বন্ধুত্বের সাগরে পরিণত করতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে যৌথভাবে রক্ষা করতে চীন ও আসিয়ান দেশগুলির সাথে কাজ করতে ইচ্ছুক।
সফরকালে, হান চেং মোরা বন্দর পরিদর্শন করেন এবং চীনা ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ সহযোগিতা প্রকল্পের একটি ব্রিফিং শোনেন।
(স্বর্ণা/হাশিম/লিলি)