‘ন্যায়সঙ্গত ব্রিকস’ গড়ে তুলতে হবে এবং বিশ্ব শাসন ব্যবস্থার সংস্কারে নেতৃত্ব দিতে হবে: সি চিন পিং
2024-10-23 19:53:11

অক্টোবর ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ার কাজানে স্থানীয় সময় আজ বুধবার সকালে ১৬তম ব্রিকস নেতাদের শীর্ষ সম্মেলনে বৃহৎ আকারের বৈঠকে যোগ দেন এবং ব্রিকসের ভবিষ্যত উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

সি চিন পিং উল্লেখ করেছেন যে, আমাদের অবশ্যই একটি ‘ন্যায়সঙ্গত ব্রিকস’ গড়ে তুলতে হবে এবং বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার সংস্কারে নেতৃত্ব দিতে হবে। ক্ষমতার আন্তর্জাতিক ভারসাম্য গভীরভাবে পরিবর্তন হচ্ছে, কিন্তু বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার দীর্ঘকাল ধরে পিছিয়ে আছে। সত্যিকারের বহুপাক্ষিকতা চর্চা করতে চাইলে, ব্যাপক পরামর্শ, যৌথ অবদান এবং সুবিধার ভাগ করে নেওয়ার বৈশ্বিক শাসনের ধারণা মেনে চলতে হবে, ন্যায্যতা, ন্যায়বিচার, উন্মুক্ততা এবং অন্তর্ভুক্তির ধারণার সাথে বৈশ্বিক শাসনের সংস্কারে নেতৃত্ব দিতে হবে এবং বৈশ্বিক দক্ষিণ দেশগুলোর প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর উন্নত করতে হবে। আর্থিক অবকাঠামোর আন্তঃসংযোগকে উন্নীত করা উচিত, উচ্চ স্তরের আর্থিক নিরাপত্তা বজায় রাখা উচিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে আরও বড় এবং শক্তিশালী করা উচিত এবং বিশ্ব অর্থনৈতিক পটভূমির পরিবর্তনগুলোকে আরও ভালভাবে প্রতিফলিত করার জন্য আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার প্রচার করা উচিত।

 (স্বর্ণা/হাশিম/লিলি)