অক্টোবর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশে একটি নতুন গ্রুপ রিমোট সেন্সিং স্যাটেলাইট স্থাপনের জন্য বুধবার চীন একটি লং মার্চ-২সি ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করেছে।
ইয়াওকান-৪৩ ০৩ গ্রুপের স্যাটেলাইটগুচ্ছকে বেইজিং সময় ৯টা ৯ মিনিটে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। পূর্বনির্ধারিত কক্ষপথে স্যাটেলাইটগুচ্ছ প্রবেশ করেছে।
এগুলো প্রধানত নিম্ন-কক্ষপথ নক্ষত্রপুঞ্জে নতুন প্রযুক্তির পরীক্ষার জন্য ব্যবহার করা হবে।
এটি ছিল লং মার্চ সিরিজ রকেটের ৫৪২তম ফ্লাইট মিশন।
শান্তা/মিম