অক্টোবর ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ার কাজানে স্থানীয় সময় আজ বুধবার সকালে ১৬তম ব্রিকস নেতাদের শীর্ষ সম্মেলনে বৃহৎ আকারের বৈঠকে যোগ দেন।
সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, বর্তমানে বিশ্ব অশান্তি এবং পরিবর্তনের একটি নতুন সময়ে প্রবেশ করেছে এবং আমাদের এ বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কি বিশ্বকে অশান্ত থাকতে দেওয়া উচিত, নাকি শান্তিপূর্ণ উন্নয়নের সঠিক পথে ঠেলে দেওয়া উচিত? সময়ের ঝড় যত বড় হবে, ততই আমাদের ধারার অগ্রভাগে দাঁড়িয়ে অধ্যবসায়, সাহস নিয়ে কৌশলের মাধ্যমে যৌথভাবে ‘বৃহত্তর ব্রিকস সহযোগিতা’র উচ্চ-মানের উন্নয়নের একটি নতুন অধ্যায় লিখতে হবে।
(স্বর্ণা/হাশিম/লিলি)