ডার্ক এনার্জির রহস্য উন্মোচনের নতুন অধ্যায়
2024-10-23 16:01:43

অক্টোবর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ডার্ক এনার্জি রেডিও ডিটেকশন প্রকল্প ‘থিয়েনলাই এক্সপেরিমেন্টাল অ্যারে’ আন্তর্জাতিক মেগা রেডিও জ্যোতির্বিজ্ঞান প্রকল্প ‘স্কয়ার কিলোমিটার অ্যারেতে (এসকেএ)’ স্থান করে নিয়েছে। সম্প্রতি চীনের বিজ্ঞান একাডেমির জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার এ তথ্য জানিয়েছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হামি-তে অবস্থিত একটি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পরিচালিত হয় থিয়েনলাই এক্সপেরিমেন্টাল অ্যারে প্রকল্প। এটি চীনের বিজ্ঞান একাডেমির জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটি রেডিও পর্যবেক্ষণের মাধ্যমে ডার্ক এনার্জি সনাক্ত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের আওতায় একটি শক্তিশালী টেলিস্কোপ তৈরি করেছে চীন। এই টেলিস্কোপটি মূলত মহাকাশে ডার্ক এনার্জি খুঁজতে ব্যবহৃত হয়।

বর্তমান জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ অনুযায়ী, মহাবিশ্বের প্রায় ৭০ শতাংশই ডার্ক এনার্জি দ্বারা গঠিত, যা একটি রহস্যময় শক্তি। মহাবিশ্বের বেশিরভাগ অংশই এ অজানা শক্তি দিয়ে পূর্ণ।

এসকেএ প্রকল্পে বিশ্বের সবচেয়ে আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরিগুলোকে একত্রিত করা হয়। এই প্রকল্পটি বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক নতুন আবিষ্কারে ভূমিকা রাখছে।

শুভ/শান্তা