রাশিয়ায় ‘সি চিন পিংয়ের প্রিয় সাহিত্যিক উদ্ধৃতি’-র তৃতীয় পর্ব
2024-10-23 11:29:53

অক্টোবর ২৩: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র তৈরী প্রামাণ্যচিত্র ‘সি চিন পিংয়ের প্রিয় সাহিত্যিক উদ্ধৃতি’-র তৃতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ)-এর সম্প্রচার শুরু হয়েছে রাশিয়ায়। এ উপলক্ষ্যে কাজানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল (মঙ্গলবার)।

অনুষ্ঠানে চীনা কমিউনিস্ট পার্টির প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সিএমজি’র প্রধান শেন হাইসিয়োং বলেন, রাশিয়ার প্রধান তথ্যমাধ্যমে এ প্রামাণ্যচিত্রের প্রচার, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিস্তৃত ও গভীর সাংস্কৃতিক জ্ঞানের সাথে রাশিয়ার মানুষের পরিচয়ের সুযোগ সৃষ্টি করবে। প্রামাণ্যচিত্রটি চীনা জাতির বৈশিষ্ট্যময় আধ্যাত্মিক চেতনা, নতুন যুগের বিষয় ও বিশ্বায়নের ব্যাখ্যা, সি’র দেশ-প্রশাসন ধারণা, চীনা সংস্কৃতি ও চীনা চেতনা, এবং চীনা শৈলীর আধুনিকায়ন বোঝার একটি জানালা হিসেবে কাজ করবে। রাশিয়ার বিভিন্ন মহলের সাথে যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যেতে আগ্রহী সিএমজি।

নিখিল রুশ রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সম্প্রচার সংস্থার প্রেসিডেন্ট ওলেগ দোব্রোদেইয়েভ বলেন, প্রামাণ্যচিত্রটির গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে। প্রথম দু’ই পর্ব দেশটিতে প্রচারিত হবার পর খুবই জনপ্রিয়তা পায়। তৃতীয় পর্বের সাহিত্যিক উদ্ধৃতি আরও সমৃদ্ধ।

তিনি আরও বলেন, প্রত্যেক দেশ ও জাতির বৈশিষ্ট্যময় ইতিহাস ও সভ্যতা আছে। সাংস্কৃতিক শেকড়ের সাথে লেগে থাকা উচিত। রুশ জনগণ তৃতীয় পর্ব থেকে আরও গভীর চিন্তার খোরাক পাবেন বলে আশা করা যায়।

উল্লেখ্য, প্রামাণ্যচিত্রটি রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ও প্ল্যাটফর্মে প্রচারিত হবে। দেশটির সরকারি পত্রিকা এবং ইউরেশিয়া অঞ্চল ও বিশ্বের শতাধিক তথ্যমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। (প্রেমা/আলিম/ছাই)