ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
2024-10-23 20:42:19

অক্টোবর ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ার কাজানে স্থানীয় সময় আজ বুধবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

সি চিন পিং উল্লেখ করেছেন যে, চীন ও ভারত উভয়ই প্রাচীন সভ্যতা, প্রধান উন্নয়নশীল দেশ, গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য এবং উভয়ই তাদের নিজ নিজ দেশের আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। উভয় দেশ ও জনগণের মৌলিক স্বার্থে চীন ও ভারত তাদের সম্পর্কের ঐতিহাসিক প্রবণতা এবং উন্নয়নের দিক সঠিকভাবে উপলব্ধি করা উচিত। উভয়পক্ষের উচিত যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা, দ্বন্দ্ব ও মতভেদকে সঠিকভাবে নিরসন করা এবং একে অপরের উন্নয়নের স্বপ্ন পূরণ করা। উভয়পক্ষকে অবশ্যই আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে, উন্নয়নশীল দেশগুলোর জন্য আত্ম-শক্তির একটি উদাহরণ স্থাপন করতে হবে এবং বিশ্ব বহুপক্ষীয়তা উন্নীত করতে এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণে অবদান রাখতে হবে।

 (স্বর্ণা/হাশিম/লিলি)