চীনের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে কতিপয় পশ্চিমাদেশের অভিযোগের কড়া জবাব দিলেন চীনা প্রতিনিধি
2024-10-23 16:00:06

অক্টোবর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে কতিপয় পশ্চিমা রাষ্ট্রের অভিযোগের কড়া জবাব দিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটির ৭৯তম অধিবেশনে ফু ছোং বলেন, চীনের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে কয়েকটি পশ্চিমা দেশের ভিত্তিহীন অভিযোগকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে চীন।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মানবাধিকার ইস্যুতে একটি সাধারণ বিতর্ক চলাকালীন বেশ কয়েকটি দেশ চীনের ন্যায্য অবস্থানের পক্ষে সমর্থন জানিয়েছে এবং মানবাধিকার ইস্যুগুলির রাজনীতিকরণের বিরোধিতা করেছে।

পাকিস্তানের প্রতিনিধি চীন সহ ৮০ টি দেশের পক্ষে একটি যৌথ বিবৃতি দিয়েছেন, জোর দিয়ে বলেছেন যে সিনচিয়াং, হংকং এবং সিচাং এর বিষয়গুলি চীনের অভ্যন্তরীণ বিষয়।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেছেন, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সংঘর্ষের জন্য আবার মিথ্যার আশ্রয় নিয়েছে, যা চীন দৃঢ়ভাবে বিরোধিতা করে এবং সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। 

তিনি গাজা পরিস্থিতির উল্লেখ করে বলেন গাজায় ৪০ হাজারের বেশি বেসামরিক লোকের মৃত্যু  ও অনাহারে থাকা,  এবং লাখ লাখ নারী ও শিশু বাস্তুচ্যুত হলেও অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশের বিবেক জাগ্রত হওয়ার জন্য তা যথেষ্ট নয়। তারা সেখানে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো বন্ধ করেনি যা বেসামরিক মানুষদের হত্যায় ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে শান্তিপূর্ণ সিনচিয়াংয়ে মানবাধিকার লংঘনের ভুয়া অভিযোগ বিশাল মিথ্যা এবং দ্বৈতনীতি ছাড়া আর কিছু নয়।

ফু বলেন, বিপুল সংখ্যক মুসলিম দেশ সহ ৮০টি দেশ চীনের সমর্থনে একটি যৌথ বিবৃতি জারি করেছে এবং মানবাধিকারের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের স্পষ্ট বিরোধিতা করেছে। এটি সম্পূর্ণরূপে দেখায় যে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকজনের ভণ্ডামি মানবাধিকার ইস্যুকে রাজনীতিকরণ এবং অস্ত্রে পরিণত করার জন্য দীর্ঘকাল ধরে ব্যবহৃত হচ্ছে এবং এর উদ্দেশ্য অশুভ।

শান্তা/মিম