অক্টোবর ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (মঙ্গলবার) রাশিয়ার কাজানে, লাওসের পিপলস রেভলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেদেশের প্রেসিডেন্ট থংলাউন সিসুলিথের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি চিন পিং বলেন, চীন সবসময় লাওসের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন এ সত্য বদলাতে পারবে না। চীন ব্যাপকভাবে উচ্চ-মানের উন্নয়ন ও ও চীনা শৈলীর আধুনিকায়নের জন্য কাজ করে যাচ্ছে এবং লাওসও জাতীয় উন্নয়ন ও পুনরুজ্জীবনের একটি নতুন পর্যায়ে রয়েছে। চীন কৌশলগত পারস্পরিক বিশ্বাসকে সুসংহত করতে, বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে, এবং চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে লাওসের সাথে কাজ করে যেতে ইচ্ছুক।
সি চিন পিং বলেন, চীন লাওসের সাথে বিনিময় এবং পারস্পরিক শিক্ষাকে শক্তিশালী করতে ইচ্ছুক এবং একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে যাওয়ার পক্ষপাতি। উভয় পক্ষের উচিত চীন-লাওস রেলপথ সম্প্রসারণ ও শক্তিশালী করা, চীন-লাওস অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া, এবং যৌথভাবে "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগ বাস্তবায়ন করা। ব্রিক্স সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য লাওসকে আহ্বানও জানান তিনি।
জবাবে লাও প্রেসিডেন্ট বলেন, লাওস-চীন সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোত্তম পর্যায়ে রয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতার গভীরতা ও প্রশস্ততা ক্রমশ প্রসারিত হচ্ছে। চীন দীর্ঘদিন ধরে লাওসকে মূল্যবান সহায়তা প্রদান করেছে, যা লাওসের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে। লাওস আসিয়ানের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে চীনের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা অব্যাহত রাখতে ইচ্ছুক। (রুবি/আলিম/লাবণ্য)