আন্তর্জাতিক সফরে চীন ঘুরলেন বাংলাদেশসহ ১৯ দেশের সাংবাদিক ও শিক্ষার্থীরা
2024-10-23 15:57:33

অক্টোবর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল এবং শানসি প্রদেশের বিভিন্ন শহর ঘুরে দেখেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা । সম্প্রতি আন্তর্জাতিক দর্শনার্থীদের অংশগ্রহণে সাত দিনব্যাপী ‘আন্তর্জাতিক অন্তর্দৃষ্টিতে চীনের দৃশ্য’ প্রোগামে অংশ নেন তারা।

 

‘নতুন যুগে উন্মুক্ততা এবং একীকরণের রাস্তা’প্রতিপাদ্যে এই প্রোগ্রাম পরিচালনা করেন চীনের নেটওয়ার্ক কমিউনিকেশন ব্যুরোর সাইবারস্পেস ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন, শানশি প্রদেশের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং চায়না ডেইলি সংবাদপত্র ।

 

এ সফরে আন্তর্জাতিক দর্শনার্থীরা অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প ও অবকাঠামো উন্নয়ন, কৃষি ও পরিবেশগত অর্জন, সংস্কৃতি এবং ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন।

এই সফরে বাংলাদেশ, কাজাখস্তান, মঙ্গোলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ২০ জন বিদেশি সাংবাদিক, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

নাহার/শান্তা