১৩৬তম ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় পর্ব শুরু
2024-10-23 19:20:39

অক্টোবর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌতে শুরু হয়েছে চীনের ১৩৬তম আমদানি ও রপ্তানি মেলা-ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় পর্ব। বুধবার নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয় এই দ্বিতীয় পর্ব।

মেলার এ পর্বে থাকছে বিল্ডিং সাজসজ্জার সামগ্রী, স্যানিটারি-বাথরুমের সরঞ্জাম, আসবাবপত্র, রান্নাঘর, টেবিলওয়্যার, দৈনন্দিন ব্যবহারের সিরামিক, গৃহস্থালির জিনিসপত্র, ঘড়ি, ঘড়ির অপটিক্যাল যন্ত্র, উপহার-প্রিমিয়াম, উৎসব পণ্য, বাড়ির সজ্জা, শিল্প সিরামিক, কাচের পণ্য, বাগান বোনা, বেত এবং লোহার পণ্য, লোহা এবং পাথরের সজ্জা এবং আউটডোর স্পা সুবিধা।

১৯৫৭ সালে চালু হওয়া এবং বছরে দুবার অনুষ্ঠিত এই মেলাটিকে চীনের বৈদেশিক বাণিজ্যের একটি প্রধান পরিমাপক হিসাবে বিবেচনা করা হয়।

গত এক দশকে, মেলাটি চীন এবং বিআরআই সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বাণিজ্য সংযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

তিন পর্বে বিভক্ত মেলাটির দ্বিতীয় পর্ব চলবে ২৭ অক্টোবর এবং তৃতীয় পর্ব চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া